কারখানার শ্রমিকদের দৈনন্দিন জীবন একঘেয়ে আর নিদারুন কষ্টে ভরা। সেখানে নেই কোনাে আনন্দ, নেই কোনাে উচ্ছ্বাস। কারখানার যন্ত্র প্রতিদিন তাদের রক্ত চুষে নিচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে মৃত্যুর অতল গহ্বরের দিকে। তাদের কোনাে ইচ্ছা ছিল না। এই জীবনধারা পরিবর্তন করার। কিন্তু অত্যাচারী বাবার মৃত্যুর পর পাল্টে গেল, পাভেল। ঘটনাচক্রে সে যােগ দিল বিপ্লবী দলের সাথে। প্রথম প্রথম বাদ সাধলেও ক্রমে তার মা-ও সাহায্য করতে থাকল আন্দোলনকারীদের। সময়ের প্রয়ােজনে নিরীহ এক গৃহিণী পরিণত হলাে বিপ্লবীতে। একসময় ধরা পড়ুল পাভেল। কিন্তু তার মা দমে যাওয়ার পাত্রী না। চলতে থাকে আন্দোলনের প্রস্তুতি। অধিকার আদায়ের তাড়নায় কতদূর যেতে পারে সে? কী হয় তার পরিণতি? এমনই এক উত্তাল সময়ের ইতিহাস লুকিয়ে আছে ম্যাক্সিম গাের্কি-র কালজয়ী উপন্যাস মা-এর পাতায় পাতায়।
Reviews
There are no reviews yet.