এসো নীপবনে ছায়াবীথিতলে, এসো করো স্নান নবধারাজলে।। দাও আকুলিয়া ঘন কালো কেশ, পরো দেহ ঘেরি মেঘনীল বেশ- কাজলনয়নে, যূথিমালা গলে, এসো নীপবনে ছায়াবীথিতলে, আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী, অধরে নয়নে উঠুক চমকি। মল্লারবগানে তব মধুস্বরে দিক্ বাণী আনি বনমর্মরে। ঘনবরিষনে জলকলকলে এসো নীপবনে ছায়াবীথিতলে।
Reviews
There are no reviews yet.