“লিলুয়া বাতাস” বইয়ের ফ্ল্যাপের অংশ থেকে নেয়া:
আগুনঝরা রােদ উঠেছে। কাক রােদ-বৃষ্টি নিয়ে মাথা ঘামায় না, আজ তারাও ছায়া খুঁজছে। কয়েকটা কাক কাঁঠাল গাছের ছায়ায় বসে ঝিমাচ্ছে। মাঝে মাঝে তাকাচ্ছে আকাশের দিকে। আকাশ নীল কাচের মতাে ঝকঝকে । আকাশের দিকে তাকালে দৃষ্টি ঠিকরে আসে। | খুবই আশ্চর্যের ব্যাপার, লু হাওয়ার মতাে গরম হাওয়ার ফাকে ফাকে হঠাৎ কোথেকে যেন শীতল হাওয়া এসে গায়ে লাগছে। যতবারই এই হাওয়া লাগছে ততবারই আমি চমকে উঠছি। রমজান মিয়া গামছা দিয়ে মুখে লেগে থাকা আমের রস মুছতে মুছতে বলল, এই যে ঠাণ্ডা হাওয়া হঠাৎ কইরা আহে, এই। হাওয়ার নাম লিলুয়া বাতাস।
Reviews
There are no reviews yet.